শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
তথ্য পরিচালক মনিরুজ্জামানের মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক কলাপাড়ায় আমন মৌসুমে উফসী জাতের ধানের নিবিড়তা বৃদ্ধিকরন শীর্ষক মাঠ দিবস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান বাংলাদেশ প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে কারাগারে পাঠিয়েছেন আদালত ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর করা হয়েছে মামলা দিতে থানায় গেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ কলাপাড়ায় পৌর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ কলাপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ কলাপাড়ায় পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ কলাপাড়ায় নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত পটুয়াখালীতে (অবঃ) পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় জমি দখলেরঅভিযোগ জিয়া মঞ্চ বাবুগঞ্জ উপজেলার কর্মী সভা অনুষ্ঠিত গলাচিপায় খাদিজা হত্যার পলাতক আসামি গ্রেফতার কলাপাড়ায় মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি’র কোষাধ্যক্ষ বাউফলে ইউএনও’র” অপসারণের দাবিতে বিক্ষোভ
বরিশালে ভাঙাচোরা রাস্তাঘাট, খাল-ড্রেন সংস্কারের দাবিতে বাসদের সংবাদ সম্মেলন

বরিশালে ভাঙাচোরা রাস্তাঘাট, খাল-ড্রেন সংস্কারের দাবিতে বাসদের সংবাদ সম্মেলন

Sharing is caring!

অনলাইন ডেক্স: চলাচলের অযোগ্য ভাঙাচোরা রাস্তাঘাট ও খাল-ড্রেন সংস্কারের দাবিতে রিক্সা-হকার উচ্ছেদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, সকাল ১১টা বাসদ কার্যালয়, ফকিরবাড়ি রোড।বরিশালের জনগনের নাগরিক অধিকার আদায়ের জন্য আমরা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। বরিশালের রাস্তাঘাটের বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে জনগনের অসহনীয় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গতবছর নভেম্বর মাস ধরে আমরা বরিশালের রাস্তাঘাট, খাল-ড্রেন সংস্কারের দাবিতে দাবিপক্ষ পালন করেছিলাম। তারপর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহরের ২/১টি প্রধান সড়ক সংস্কার করা হলেও বর্তমানে বরিশালের ৫৮ কিলোমিটার রাস্তার ৯০ শতাংশ রাস্তাই চলাচলের অনুপযোগী। খানা-খন্দে পরিপূর্ণ রাস্তা দিয়ে চলতে গিয়ে জনগনের নাভিশ্বাস উঠে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় রাস্তাগুলি পরিণত হচ্ছে নদীতে, পানিবন্দী হয়ে মানুষ অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছে। নগরীর ২২টি খালের অধিকাংশই মৃত এবং তা পুনরুদ্ধারে গত ২ বছরে বরিশাল কোন দৃশ্যমান উদ্যোগ নেয়া হয়নি। যারফলে সাম্প্রতিক সময়ে জোয়ারের পানি বেড়ে নগরীর প্রধান সড়ক সদর রোডকেও প্লাবিত করেছে, যা বরিশালে অভূতপূর্ব ঘটনা। বরিশালবাসীকে যারা আগামীর বরিশালের উন্নয়নের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় গিয়েছেন, সেই উন্নয়ন এর ধাক্কা বরিশালবাসী ভাঙাচোরা রাস্তায় চলতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছে। বরিশাল সিটি কর্পোরেশনে হোল্ডিং ট্যাক্স নির্ধারণের হার অত্যন্ত উচ্চ, কিন্তু নাগরিক অধিকার এর নিশ্চয়তা দেবার বেলায় তৎপরতা প্রায় অদৃশ্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই বৈষ্ণিক করোনা দুর্যোগের সময় দেশে-বিদেশে অনেক মানুষ চাকুরিচ্যুত হচ্ছে, কর্মসংস্থান কমছে। ফলে এই দুর্যোগ পরিস্থিতিতে কোনভাবেই মানুষের শেষ সম্বল তার নিজের কর্মসংস্থান রিক্সা, ইজিবাইক বা রাস্তার পাশের ছোট দোকানগুলো উচ্ছেদ করা সমুচিত নয়। বরং এই দুর্যোগের সময় এই হতদরিদ্র খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানো উচিত। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সাম্প্রতিক সময়ে বিসিসি থেকে বরিশালে চলমান রিক্সার লাইসেন্স নবায়ন করার জন্য বারবার তাগাদা দেয়া হচ্ছে অন্যথায় রিক্সা উচ্ছেদের হুমকি দেয়া হচ্ছে। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে লাইসেন্স নবায়নের কোন উদ্যোগ না থাকায় এই রিক্সা চালকদের কয়েক বছরের নবায়ন ফি বকেয়া পড়ে গেছে। সিটি কর্পোরেশনের গাফলতির এই বকেয়ার দায়ভার কোনভাবেই রিক্সা শ্রমিকদের উপর চাপানো ঠিক নয়। রিক্সার লাইসেন্স নবায়ন করতে গিয়ে শ্রমিকদের কাছ থেকে বিগত কয়েক বছরের সকল বকেয়া আদায়ে চাপ দেয়া হচ্ছে যা এই করোনা মহামারি পরিস্থিতিতে অনেক রিক্সাশ্রমিকের জন্যই দেয়া সম্ভব নয় এবং এটা বেশ অমানবিকও বটে। করোনা মহামারির একটা বড় সময় রিক্সা বন্ধ ছিল এবং এখনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে রিক্সা শ্রমিকদের আয় কমে গেছে। এই অবস্থায় যেকোন জনপ্রতিনিধির উচিত এই রিক্সাশ্রমিকদের পাশে দাঁড়ানো। কিন্তু তা না করে বিসিসি থেকে যেভাবে এই মহামারি পরিস্থিতিতে টাকা আদায়ে রিক্সাশ্রমিকদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে এবং নাহলে রিক্সা উচ্ছেদের হুমকি দেয়া হচ্ছে তা আমাদের বিস্মিত করেছে। আমরা অবিলম্বে করোনা মহামারি পরিস্থিতিতে রিক্সা-ইজিবাইক-হকার উচ্ছেদের এই ঘোষণার তীব্র নিন্দা জানাচ্ছি। একইসাথে আমরা করোনা মহামারি পরিস্থিতিতে বকেয়া ফি মওকুফ করে রিক্সাশ্রমিকদের লাইসেন্স নবায়নের দাবি জানাচ্ছি। নিম্নোক্ত ৩ দফা দাবিতে আমাদের কর্মসূচি ঘোষণা করছি। ১) অবিলম্বে বরিশালে চলাচলের অযোগ্য সকল ভাঙাচোরা রাস্তাঘাট-খাল-ড্রেন ও খাল সংস্কার কর। ২) রিক্সা-ইজিবাইক ও হকার উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ কর। ৩) করোনা মহামারি পরিস্থিতিতে বকেয়া ফি মওকুফ করে রিক্সাশ্রমিকদের লাইসেন্স নবায়নের সুযোগ দাও। আমাদের কর্মসূচীসমূহ- তারিখ ও সময় স্থান ৯ সেপ্টেম্বর, বুধবার, সকাল ১১টা সাগরদী-রূপাতলী ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টা ভাটিখানা ১১ সেপ্টেম্বর, শুক্রবার বিকাল ৪টা পলাশপুর ১২ সেপ্টেম্বর, শনিবার সকাল ১১টা কাউনিয়া বিসিক ১৩ সেপ্টেম্বর, রবিবার সকাল ১১টা কাশিপুর ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১১টা কেন্দ্রীয় সমাবেশ ও মেয়র বরাবর স্মারকলিপি পেশ উক্ত সকল কর্মসূচীতে আমরা আপনাদের ও বরিশালের জনগনের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বরিশাল রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, জাহাঙ্গির হোসেন দিদার, ভ্যান শ্রমিক ফ্রন্টের সভাপতি মো. রফিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, প্রচার সম্পাদক বিজন শিকদার, কৌশিক বেপারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD