সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
আজ ২৬ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় বরিশালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ঢাকায় গণভবন থেকে সংযুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মেট্রোপলিটন পুলিশ বরিশাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল এ কে এম জাহাঙ্গীর, সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব এর সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায় বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ী বরিশাল সিটি কর্পোরেশন এর পূর্ব বগুড়া রোড এলাকার বাসিন্দা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী
মোঃ মোহাইমিনুল ইসলাম মুনান কে সনদ পত্র এবং নগদ ১০ হাজার টাকার চেক পুরস্কার হিসেবে তুলে দেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানসহ অন্যন্যা অতিথিরা।