সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
কোভিড-১৯ পরিস্থিতির প্রথম (১০ মার্চ) থেকে ১০ আগস্ট, ২০২০ পর্যন্ত বরিশাল জেলায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণ ও মাস্ক, স্যানিটাইজার মূল্য নিয়ন্ত্রণের জন্য পরিচালিত-
মোট মোবাইল কোর্টঃ ৪৫২ টি
জরিমানাকৃত ব্যক্তির সংখ্যাঃ ৯২৬ জন
জরিমানাকৃত প্রতিষ্ঠানের সংখ্যাঃ ৭৭৩ টি
জরিমানার পরিমাণঃ ৫৫ লক্ষ ৫৪ হাজার ৭৮৫ টাকা
কারাদন্ড দেওয়া হয়েছেঃ ৮৮ জন ব্যক্তিকে (বিভিন্ন মেয়াদে কারাদন্ড)
বিভিন্ন অভিযোগে সীলগালাকৃত প্রতিষ্ঠানঃ ১৫ টি
গত ২৪ ঘন্টায় মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রমের তথ্যঃ
একনজরে গত ২৪ ঘন্টার মোবাইল কোর্ট অভিযানের তথ্য
মোট মোবাইল কোর্টঃ ০১ টি
মোবাইল কোর্টসহ মোট সচেতনতা কার্যক্রমঃ ১১ টি
মোট মামলাঃ ০১ টি
মোট জরিমানাকৃত প্রতিষ্ঠানঃ ০ টি
মোট জরিমানাকৃত ব্যক্তিঃ ০১ জন
মোট কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিঃ ০১ জন
সর্বমোট জরিমানা আদায়ঃ ৫০০/- টাকা
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে গাঁজা সেবনের অপরাধে ০১ জনকে ১৫ দিন কারাদন্ড।
বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজমূল হুদা এর নেতৃত্বে আজ ১০ আগস্ট,২০২০ তারিখে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
আজ বিকালে বরিশাল নগরীর বান্দ রোডে লঞ্চঘাট এলাকায় একজনকে গাঁজা সেবন করে মাতলামিরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে আরও বেশ কিছু অব্যবহৃত গাঁজাও পাওয়া যায়, যা পরবর্তীতে বিনষ্ট করা হয়।
পরবর্তীতে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬ এর ৫ ধারার অনুযায়ী ঐ ব্যক্তিকে ১৫ দিন বিনাশ্রম কারদন্ড এবং ৫০০/- অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল সহায়তা প্রদান করেন।
একইসাথে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য জেলার প্রতিটি মোড়ে মোড়ে এবং এলাকার গলিতে গলিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন কতৃক পরিচালিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।