সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
বরিশাল নগরী পোর্টরোড এলাকার একটি আবাসিক হোটেলে এক মাদ্রাসাছাত্র বলাৎকারের শিকার হয়েছে। ১৬ বছর বয়সি কিশোরকে শিকদার আবাসিক হোটেলে আটকে রিয়াজুল ইসলাম জসিম (৩২) নামের এক যুবক তাকে বলৎকার করে। গত ৮ আগস্ট রাতের এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ। বলৎকারের শিকার কিশোর পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল মাদ্রাসার হাফিজি বিভাগের শিক্ষার্থী। এই ঘটনায় শিক্ষার্থীর চাচাতো ভাই বাদী হয়ে সোমবার (১০ আগস্ট) কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। অবশ্য এর আগেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কাঠালতলা গ্রামের যুবক জসিমকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট সন্ধ্যায় ওই মাদ্রাসাছাত্র কিশোর বাবা-মা’কে না জানিয়ে লঞ্চযোগে ঢাকার সদর সদরঘাট পৌঁছে। একদিন পর ৭ আগস্ট সদরঘাটে রিয়াজের সাথে ওই মাদ্রাসা শিক্ষার্থীর পরিচয় ঘটে। এবং তাকে ভালো বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে রিয়াজ একদিন বাদে ৮ আগস্ট বরিশালে নিয়ে আসে। এবং লঞ্চযোগে বরিশালে এসে নগরীর পোর্টরোডের হোটেল সিকদারের একটি কক্ষ ভাড়া নেয়। সেখানে রাতভর রিয়াজ মাদ্রাসাছাত্রকে বলাৎকার করে এবং পরে হোটেলের কক্ষে রেখে বাইরে থেকে তালা দিয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে মুঠোফোনে খবর দেয় রিয়াজ।
পুলিশ জানায়, বাড়ি থেকে স্বজনেরা বরিশাল নগরীতে এসে ওই হোটেলে গিয়ে শিক্ষার্থীকে উদ্ধার এবং ওই হোটেল থেকেই রিয়াজকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এই বিষয়ে সোমবার সন্ধ্যায় বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার মাদ্রাসাছাত্রের চাচাতো ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রিয়াজের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রিয়াজকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।