শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স :নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ও বক্তাবলী ইউনিয়নে ধলেশ্বরী নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে সেখানকার বাড়িঘরে প্রবেশ করেছে পানি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সরেজমিনে কাশিপুর ও বক্তাবলী ইউনিয়নের উত্তর নরসিংপুরে এ দৃশ্য দেখা যায়।
এদিকে প্লাবিত হওয়া বক্তাবলী ইউনিয়নে একটি দোতলা ও একতলা বাড়িসহ দুটি বাড়ি ভেঙে পড়ে যায়।
স্থানীয়রা জানান, গতকাল থেকেই পানি বাড়তে শুরু করে। আজ দুপুরের মধ্যেই পুরো গ্রাম প্লাবিত হয়ে যায়। এতে ঘরে অবস্থান করতে না পেরে অনেকেই বাইরে অবস্থান নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা রহিমা বিবি বলেন, সকাল থেকে পুরো ঘরে পানি। তাই ঘর থেকে বেরিয়ে বাইরেই অবস্থান নিয়েছি। রাতে কী হবে আল্লাহ জানেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকসহ অন্যরা বুধবার (৫ আগস্ট) প্লাবিত কয়েকটি এলাকা ঘুরে দেখেছেন এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।