সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম-বিপিএম(বার), পিপিএম বলেছেন, জঙ্গীদের শিরদাঁড়া বা মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হয়েছে, বাংলাদেশে জঙ্গীর সু-সংগঠিত নয়। এখন তাদের বড় কিছু করার ক্ষমতা নেই, তা ধ্বংস করে দেয়া হয়েছে। তারপরও যেসব তথ্য আমরা পাই, তার প্রতিটিই কাজে লাগানোর চেষ্টা আমরা করি। জঙ্গীরা যাতে আবার মাথাচারা দিয়ে না উঠতে পারে বাংলার মাটিতে সেজন্য বাংলাদেশ পুলিশ সবসময় প্রস্তুত।
তিনি বলেন, সবাই দেখেছে আমাদের জানামতে জঙ্গীদের সবগুলো আস্তানা কিভাবে ধ্বংস করা হয়েছে, এখন তারা অনেকটাই প্যারালাইজড। তারপরও জঙ্গীরা বিচ্ছিন্নভাবে যাতে কোন দুর্ঘটনা বা অঘটন ঘটাতে না পারে সেজন্য আমরা তথ্য সংগ্রহ করার লক্ষ্যে সকল প্রচেষ্টা চালিয়ে যাই। আমরা নিজেরাও যেমন তথ্য সংগ্রহন করি, কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সও তথ্য পায়। আমরা কোন তথ্য পাওয়ার সাথে সাথে আমরা সেটিকে কাজে লাগাই।
ডিআইজি বলেন, বরিশাল অঞ্চল বা বাংলাদেশের যেখানেই হোক না কেন জঙ্গীদের বড় কিছু ঘটনোর সুযোগ খুবই কম। তারপরও আমরা অ্যালার্ট রয়েছি।যাতে কোনভাবেই কোন ধরণের কোন অঘটন তারা ঘটাতে না পারে। আর এটি নিশ্চিত করার জন্য বরিশালের সব জেলার পুলিশ সুপারদের বলা হয়েছে। গোপন তথ্য সংগ্রহ করে সেগুলোকে কাজে লাগানোর মাধ্যমে জঙ্গীরা যাতে সুসংগঠিত না হতে পারে, কোন দুর্ঘটনা, অঘটন ঘটাতে না পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।
এরআগে মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১ টায় ডিআইজি মোঃ শফিকুল ইসলাম-বিপিএম(বার), পিপিএম বরিশাল জেলা পলিশ লাইন্সের নতুন ব্যারাক ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় ডিআইজি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল জেলায় ২ হাজার বৃক্ষরোপন করা হবে। আর রেঞ্জের সকল জেলায় সকল থানা, ফাঁড়ি তদন্তকেন্দ্রসহ আমাদের যে সকল জায়গা রেয়েছে সেখানে মোট ১০ হাজার বৃক্ষরোপন করা হবে। যারমধ্যে ফলদ ও ঔষধী গাছ থাকবে। গাছ আমাদের দেশের জন্য পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজন।
মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই স্লোগানে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম-বিপিএম(বার), পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাঈমুল হক, মোঃ ফরহাদ সরদার, মোঃ শাহজাহান হোসেন প্রমুখ।