সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
সরকারি বরিশাল কলেজ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের জন্য জেলা প্রশাসকের চিঠির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি জ্ঞাপন করে সুপারিশ করায় বাংলাদেশ ছাত্র মৈত্রী বরিশাল মহানগর শাখা সাধুবাদ জানিয়েছেন।
রোববার ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বরিশাল মহানগর শাখার সভাপতি শামিল শাহরোখ তমাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এছাড়া ওই বিজ্ঞপ্তির মাধ্যমে সাম্প্রদায়িক এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দ্রুত সরকারি বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ বাস্তবায়নের দাবি জানানো হয়।
অনুরূপ বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ ছাত্র মৈত্রী বরিশাল জেলা সভাপতি মিন্টু দে, বিএম কলেজ শাখার সাবেক সভাপতি ইমরান নূর নিরব।