শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
করোনার উপসর্গ নিয়ে বরিশাল জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ এমদাদুল্লাহ খান মৃত্যবরণ করেছেন।
শুক্রবার বিকেল ৫ টা ৩৫ মিনিটে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ দেলোয়ার হোসেন।
এরআগে গতকাল বৃহষ্পতিবার ৪ টা ১০ মিনিটে করোনার উপসর্গ নিয়ে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। জানাগেছে, বেশ কয়েকদিন যাবৎ তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভূগছিলেন।
আজ বিকেলে বেশি শ্বাসকষ্ট অনুভূত হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে সেখানে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি বরিশাল জেনারেল হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন এবং তার স্ত্রীও একজন চিকিৎসক। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তার বাসা বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকায় আর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।