সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, (মন্ত্রী) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
শনিবার (১৩ জুন) বাদ আসর বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যেগে মুসলিম গোরস্থান জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দোয়া মোনাজাতের পূর্বে গোরস্থানে মরহুমার কবর জিয়ারত করেন বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৮ জুন রাত সাড়ে ১১টায় ঢাকায় বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহানারা বেগম ইন্তেকাল করেন।