শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
বরিশাল নগরে পূর্বশত্রুতার জের ধরে মামুন মাতুব্বর (৪০) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় নগরের রূপাতলী এলাকার মাওলানা ভাসানী সড়কে সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দুই সন্তানের জনক মামুন মাতুব্বর ওই এলাকার ভাড়াটিয়া এবং পটুয়াখালী জেলার ছোটবিঘাই গ্রামের বাসিন্দা।
স্বজনের আহাজারি
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, বিভিন্ন বিষয় নিয়ে মামুনের সঙ্গে রাব্বির বিবাদ ছিলো। শুক্রবার সন্ধ্যায় কবুতরের খোপে ঢিল ছোড়াকে কেন্দ্র করে তারা বিবাদে জড়িয়ে যান। এক পর্যায়ে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে মামুনকে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত রাব্বিকে আটক করা হয়েছে। রাব্বি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।