সোমবার, ০৭ Jul ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
করোনায় আক্রান্ত রোগির বাড়ি লকডাউন ঘোষণার পর প্রশাসন নিরব থাকেন। কোন কোন অসহায় বা দরিদ্রদের জন্য খাদ্য বা চিকিৎসার ব্যবস্থা থাকে অনুপস্থিত। এই ঘটনা বরিশাল শহরে বিদ্যমান বলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি ঘোষনা দিয়েছেন এই দায়িত্ব নিবেন তারা।
শনিবার দুপুর বারোটায় নগরীর ফকিরবাড়ি সড়কের কার্যালয়ে এনিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।
এখানে সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব ডা.মনীষা চক্রবর্তী বলেন, করোনা আক্রান্ত রোগিদের বাড়ি লকডাউন করেই প্রশাসন তাদের ভূমিকা স্থগিত করেন। অসহায় রোগিদের চিকিৎসা বা খাদ্যের যোগের বেলায় প্রশাসনের সাথে কথা বলে তাদের কাছ থেকে উত্তর পেয়েছি কিছুই করার নেই।
এজন্য বাসদ ঘোষণা দিয়েছে, প্রশাসন তাদের কাছে লকডাউন করা পরিবারের তালিকা প্রকাশ করুক। তারা সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে চিকিৎসা সহায়তা ও খাবারের ব্যবস্থা করবে।
করোনার এই ক্রান্তিকালে বাসদ বরিশালে মানবতার বাজার, ফ্রি চিকিৎসা, ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস এসবের ব্যবস্থা চালু রেখেছে।