বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
বরিশালে দুই চিকিৎসক সহ আরও ৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৬৬ জন।
শুক্রবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আক্রান্তদের মধ্যে উজিরপুর ও মুলাদী উপজেলার ০১ জন করে ০২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন চিকিৎসক, ৮ জন নার্স ও ১ জন স্টাফসহ ১০ জন, পুলিশ হাসপাতালে কর্মরত ১ জন চিকিৎসক, ইসলামি ব্যাংক হাসপাতালে কর্মরত ১ জন নার্স, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত রুপাতলি ও আলেকান্দা এলাকার ৪ জন করে ৮ জন, নথুল্লাবাদ এলাকার ২ জন, ব্রাউন কমপাউন্ড, নাজির মহল্লা, চাঁদমারি, সাগরদি, কাঠপট্টি, বাংলাবাজার, ভাটিখানা, হাটখোলা, গোরস্থান রোড, শের-ই-বাংলা সড়ক,কাঠপট্টি প্রত্যেক এলাকার ১ জন করে ১১ জন, সদর উপজেলাধীন চরমোনাই এলাকার ১ জন করে মোট ৩৪ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন।
শুক্রবার এই জেলায় ৩ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়েছে। অদ্যাবধি এ জেলায় মোট ৫৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।