বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অমিতাভ সরকারকে বরিশাল বিভাগীয় কমিশনার পদে দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
এর আগে একইদিন পৃথক আদেশে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে পদোন্নতি দিয়ে সচিব করে প্লানিং কমিশনের কমিশনার পদে দায়িত্ব দেয়া হয় বলে ইয়ামিন চৌধুরী নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বরিশাল বিভাগের নতুন কমিশনার অমিতাভ সরকার ইতিপূর্বে পটুয়াখালী জেলা প্রশাসকেরও দায়িত্ব পালন করেন।