সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
টানা ৬৫ দিন পর গনপরিবহন ও লঞ্চ সীমিত আকারে চলাচল করার নির্দেশনার পর বরিশালে তা মেরামত ও ধোয়া মোছার কাজ শুরু হয়েছে।
শনিবার বরিশাল নদী বন্দর ও কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে এমন চিত্রই লক্ষ্য করা যায়।
জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, দীর্ঘ দুই মাসের অধিক সময়ের পর বাস চলাচল করবে ১ জুন থেকে। তাই গাড়িগুলো মেরামত করা হচ্ছে। তাছাড়া সীটগুলোরও কাজ করা হচ্ছে।
ফিট না করে তো গাড়ি সড়কে নামানো সম্ভব না। তাই দ্রুত গতিতে কাজ করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানার বিষয়টিও আমরা নজর রাখবেন বলে জানান এই বাস মালিক নেতা।
এদিকে সুন্দরবন লঞ্চের মালিক এবং কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, দীর্ঘদিন পর লঞ্চ চালনা করার প্রস্তুতি হিসেবে লঞ্চগুলো ধোয়া মোছার কাজ চলছে।
স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ যাতে চালাতে পারি সেদিকেই বেশি জোড় দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেন এই লঞ্চ মালিক নেতা।
source : hello barishal