শনিবার, ২২ মার্চ ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
সোমবার রাতে হাসপাতালের পরিচালক ডা: মো. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মৃত ৬৪ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে।
হাসপাতাল সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় মারা যাওয়া ৬৪ বছর বয়সী ওই ব্যক্তি শ্বাসকষ্ট, কাশিসহ করোনা উপসর্গ নিয়ে বেলা পৌনে দুইটায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। সন্ধ্যা সারে ৭টার দিকে তিনি মারা যান। তবে তিনি করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে জানা গেছে, রোববার দুপুরে এবং শুক্রবার গভীর রাতে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও দুই রোগী উপসর্গ নিয়ে মারা যান।