শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
বরিশালে গত ২৪ ঘন্টায় আরও ১১জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৬৭ জনে।
সোমবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আজ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে উজিরপুর উপজেলার একজন, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক ও একজন নার্স, নগরীর কাউনিয়া এলাকার ২ জন, রুপাতলী, সাগরদি, সিকদার পাড়া, জর্ডন রোড এলাকার প্রত্যকটিতে একজন করে মোট ৬জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য এবং পুলিশ পরিবারের ১ সদস্য।
এদিকে সোমবার এ জেলায় কেউ সুস্থতা লাভ করেনি।