শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় নিয়ে বরিশাল জেলা প্রশাসন বিভিন্ন দিক-নির্দেশনা জারি করেছে।
করোনা প্রাদুর্ভাব রুখতে গৃহীত নির্দেশনাগুলো আজ শুক্রবার জেলার সব মসজিদ পরিচালনা কমিটির কাছে চিঠি আকারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনায় রয়েছে, ঈদগাহের পরিবর্তে এবারের ঈদের নামাজ মসজিদে স্বাস্থ্য বিধি মেনে পড়তে হবে। মুসল্লিদের সুবিধার্থে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত কল্পে স্বল্প পরিসরে প্রতিটি মসজিদে একাধিক জামাতের আয়োজন করতে হবে। আলাদা আলাদা জামাতের জন্য প্রতিটি মসজিদে একাধিক ইমাম নির্ধারণ করার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া মুসল্লিদের বাড়ি থেকে ওযু করে মসজিদে যেতে বলাসহ পরিচালনা কমিটিকে মসজিদের প্রবেশমুখে সাবান/হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে বলা হয়েছে।
মসজিদের ভেতরে কার্পেট বিছানো যাবে না, মুসল্লিরা বাড়ি থেকে জায়নামাজ নিয়ে আসবেন এবং শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থদের মসজিদে আসা থেকে বিরত থাকতে বলা হয়েছে নির্দেশনায়।