বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
বরিশাল জেলায় নতুন করে ১২ পুলিশ সদস্যসহ আরও ১৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এই নিয়ে বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০৩ জনে এবং সুস্থ হয়েছেন ৩৮ জন।
মঙ্গলবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সেখান থেকে জানানো হয়, করোনা পজেটিভ পাওয়া ১২ পুলিশ সদস্যই বরিশাল মেট্রোপলিটনে কর্মরত। এছাড়া করোনা আক্রান্ত বাকি তিনজনের মধ্যে দুইজনের বাসা নগরীর নাজিরমহল্লা এলাকায় এবং অপরজনের বাসা চকবাজার এলাকায়। আক্রান্তরা সকলেই পুরুষ।
বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, আক্রান্ত ব্যক্তিদের অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।