বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
পটুয়াখালীতে তুচ্ছ ঘটনায় মোঃ রুবেল চৌকিদার (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ, আল-আমিন ও মেহেদী হাসান নামে তিন কলেজ ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটকের মধ্য ফিরোজ আহত অবস্থায় পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার টাউন কালিকাপুরের দক্ষিন শারিকখালীর মুচিরপুল এলাকায় এঘটনা ঘটে।
নিহত ব্যক্তির চাচা হাবিবুর রহমান ঘটনার বরাত দিয়ে জানায়, ওই এলাকার পার্শ্ববর্তী বড় আউলিয়াপুর গ্রামের একটি মাঠে ফুটবল খেলা চলাকালীন সময়ে নিহত রুবেলের প্রতিবন্ধী ছোট ভাই জুয়েলকে মারধোর করে কয়েক যুবক। ভাইকে মারধোরের ঘটনায় রুবেলের প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। একপর্যায় খেলার স্থান থেকে কিছু দুর চলে আসলে প্রতিপক্ষরা লাঠিশোটা নিয়ে পিছন থেকে হামলা করে। এসময় প্রতিপক্ষের মধ্য কলেজ ছাত্র মনজুরুল,তামিম,মেহেদী হাসানসহ তাদের সহযোগীরা রুবেলকে কাঠের গুড়া দিয়ে মাথায় মারাত্মক আঘাত করে। মাথায় আঘাত প্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরন হয়ে রুবেল মাটিতে লুটিয়ে পরলে স্বজনা তাকে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষন পরে রুবেল মারা যায়।
এঘটনায় পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ জানায়, খুনের ঘটনায় প্রাথমিক ভাবে তিন জনকে আটক করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছে। অভিযোগ এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।