বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
বরিশালে ঈদ উপলক্ষে কেনাকাটায় স্বাস্থ্য বিধি অমান্য করায় ক্রেতা ও বিক্রেতাকে ৪৮ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার সকাল থেকেই বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের ৪টি টিম নগরীর চকবাজার, কাটপট্রি, গীর্জা মহল্লা, সদর রোড সহ বিভিন্ন এলাকার দোকানপাটগুলোতে অভিযান চালায়।
এ কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান, শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, মোঃ সাইফুল ইসলাম ও মারুফ দস্তেগীর।
অভিযানকালে স্ত্রী ও শিশু সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটায় আসার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি করায় তিনজন ব্যক্তিকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২৫(২) ধারায় ২৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয় হয়। এছাড়াও চকবাজার এলাকার ৬টি দোকান মালিককে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানার অপরাধে একই আইনে ২৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অপরদিকে সদর রোডস্থ ইজি ফ্যাশন এবং বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন বিটু ফ্যাশন হাউজে স্ত্রী-সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটায় আসার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমনের ঝুকি তৈরি করার অপরাধে তিনজন ব্যক্তিকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে গীর্জামহল্লা ও চকবাজার এলাকায় সংক্রামক রোগ আইন ২০১৮ অনুযায়ী ৩ টি দোকানকে অতিরিক্ত ক্রেতা সমাগম ও ৪ জন ব্যক্তিকে শিশুসহ কেনাকাটা করার অপরাধে মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বরিশাল নগরীর পুলিশ লাইন, সদর রোড, গির্জা মহল্লা ও নতুন বাজার এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও ঈদ কেনাকাটায় স্বাস্থ্যবিধি মেনে চলা মনিটরিং ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন। এসময় স্ত্রী ও ২ বাচ্চাসহ একই পরিবারের ৫ জন একসঙ্গে কেনাকাটা করতে আসার মাধ্যমে সংক্রামক রোগ বিস্তার রোধে সরকারী নির্দেশ অমান্য করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক একজনকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিনটি টিম এবং র্যাব-৮ বরিশাল এর একটি টিম।
ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে বরিশাল জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে বলে জানান কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ।