বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বেগম জিয়ার রোগমুক্তির জন্য বরিশাল জেলা দক্ষিণ তাঁতী দলের ইফতার বরিশালে সাংবাদিক এইচ আর হীরার দাদার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর বাউফলে সড়ক নির্মাণের একদিন পরেই সড়কের ধ্বস নেমেছে শাহাবুদ্দিন সভাপতি, মিজানুর সম্পাদক।। প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা কমিটি গঠন আমি আদালত বুঝিনা আমি যুবদল নেতা তসলিম মাদবর বাড়ির কাজ চলছে চলবে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড” দাবীতে ছাত্র মজলিসের মিছিল বরিশালে বদর‌ যুদ্ধের মহান বীরদের স্মরণে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কলাপাড়ায় উচ্ছেদ আতঙ্কে দরিদ্র সাত পরিবার।। সরকারি আবাসন ভাঙ্গার হুমকি বিএনপি নেতার কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া ও মিলাদ অনুষ্ঠিত বরিশালে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাউফলে পুলিশ ফাঁড়ি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন গড়িমসি নয়, জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই: জামায়াতের আমির জোরপূর্বক জমি দখল করে তারেক রহমানের দুর্নাম হতে দেয়া যাবেনা ।। অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ যারা জনগণের ডীপ টিউবওয়েলের টাকা চুরি করে তারা বিএনপির কেউ নয় ।। অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ
বরিশালে ঈদ কেনাকাটায় স্বাস্থ্য বিধি অমান্য : ক্রেতা-বিক্রেতাকে জরিমানা

বরিশালে ঈদ কেনাকাটায় স্বাস্থ্য বিধি অমান্য : ক্রেতা-বিক্রেতাকে জরিমানা

Sharing is caring!

বরিশালে ঈদ উপলক্ষে কেনাকাটায় স্বাস্থ্য বিধি অমান্য করায় ক্রেতা ও বিক্রেতাকে ৪৮ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সকাল থেকেই বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের ৪টি টিম নগরীর চকবাজার, কাটপট্রি, গীর্জা মহল্লা, সদর রোড সহ বিভিন্ন এলাকার দোকানপাটগুলোতে অভিযান চালায়।

এ কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান, শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, মোঃ সাইফুল ইসলাম ও মারুফ দস্তেগীর।

অভিযানকালে স্ত্রী ও শিশু সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটায় আসার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি করায় তিনজন ব্যক্তিকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২৫(২) ধারায় ২৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয় হয়। এছাড়াও চকবাজার এলাকার ৬টি দোকান মালিককে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানার অপরাধে একই আইনে ২৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অপরদিকে সদর রোডস্থ ইজি ফ্যাশন এবং বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন বিটু ফ্যাশন হাউজে স্ত্রী-সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটায় আসার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমনের ঝুকি তৈরি করার অপরাধে তিনজন ব্যক্তিকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে গীর্জামহল্লা ও চকবাজার এলাকায় সংক্রামক রোগ আইন ২০১৮ অনুযায়ী ৩ টি দোকানকে অতিরিক্ত ক্রেতা সমাগম ও ৪ জন ব্যক্তিকে শিশুসহ কেনাকাটা করার অপরাধে মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বরিশাল নগরীর পুলিশ লাইন, সদর রোড, গির্জা মহল্লা ও নতুন বাজার এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও ঈদ কেনাকাটায় স্বাস্থ্যবিধি মেনে চলা মনিটরিং ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন। এসময় স্ত্রী ও ২ বাচ্চাসহ একই পরিবারের ৫ জন একসঙ্গে কেনাকাটা করতে আসার মাধ্যমে সংক্রামক রোগ বিস্তার রোধে সরকারী নির্দেশ অমান্য করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক একজনকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিনটি টিম এবং র‍্যাব-৮ বরিশাল এর একটি টিম।

ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে বরিশাল জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে বলে জানান কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD