বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতেও পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে বরিশালের মার্কেটগুলোতে বেড়েছে লোকসমাগম। অধিকাংশ দোকানি ও ক্রেতারা সামাজিক দূরুত্ব না মানায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। এভাবে লোকসমাগম বাড়তে থাকলে বরিশাল নগরীসহ জেলায় করোনার পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশংকা করছেন সাধারন মানুষ।
এ পর্যন্ত বরিশালে ৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
১০ মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শপিং মল ও দোকান-পাট খোলার সিদ্ধান্ত নেয় সরকার।
করোনার বিস্তাররোধে নগরীর মার্কেটগুলো বন্ধ রাখার জন্য ৯ মে রাতে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিভিন্ন দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক করে অনুরোধ করলে তারা সম্মত হয়।