বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের অনুরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নগরীর চকবাজার, কাটপট্রি, লাইন রোড ও পদ্মাবতী দোকান মালিক সমিতির সিদ্ধান্তের পরও বিপনী বিতান খোলা রেখেছে ব্যবসায়ীরা।
সোমবার এসব এলাকাঘুরে বড় বড় বস্ত্রের দোকান ছাড়া প্রায় সকল দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করতে দেখা যায়।
এর আগে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুরোধে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে ঈদের আগ পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দোকান মালিক সমিতি। এরপরেই রোববার অনেকেই বিপনী বিতানগুলো খোলা রেখে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখে মালিকরা। বিশেষ করে পদ্মাবতী, চকবাজার ও কাপুড়িয়া পট্রিতে দোকান খোলা রাখা হয়েছিলো চোখে পরার মত। পরে দোকান মালিক সমিতির মাইকিং এর পর কিছু দোকান বন্ধ হয়ে গেলেও বেশিরভাগ প্রতিষ্ঠানই খোলা রাখা হয়। তারই রেশ ধরে সোমবারও একই ঘটনা করে। দোকান মালিক সমিতির নির্দেশনা ও মেয়রের অনুরোধ উপেক্ষা করে চকবাজার সহ আশপাশের এলাকার দোকান মালিকরা ব্যবসা অব্যাহত রাখে।
মানুষের প্রচন্ড ভীরে করোনার প্রাদুর্ভাব আরো বৃদ্ধি পেতে বলে দাবী সচেতন মহলের।
দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম জানান, জনস্বার্থে ব্যবসায়ীদের বলা হচ্ছে দোকান বন্ধ রাখার জন্য।
source : hello barishal