বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
বরিশালে লকডাউন ঘোষনার পরে পুলিশের তৎপরতা থাকলেও যানবাহন চলাচলে আরো কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইতিমধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ রাত থেকে ভোর পর্যন্ত একটি টিম কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে মোতায়ন করা হয়েছে।
রোববার দিবাগত রাত থেকেই এ খবর পাওয়া যায়।
গভীর রাতে বরিশাল~মাওয়া রুটে যাত্রীবাহি মাইক্রোবাস চলাচল সংশ্লিষ্ট একটি সংবাদ গনমাধ্যমে প্রকাশিত হয়। এরপরেই নরেচরে বসে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। শনিবার রাত থেকে চেকপোস্ট বসানো হয় বাস টার্মিনাল এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার জানান, বরিশাল নগরীর প্রবেশদ্বার তিনটি পয়েন্টে চেকপোস্ট রয়েছে। বরিশাল থেকে ঢাকা যাওয়ার কোনো সুযোগ নেই। নথুল্লাবাদে একটু বিষয় শুনেছি তারপর সেখানে পুরো রাতের জন্য একটি টিম রাখা হয়েছে। তাছাড়া সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ।