বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে বরিশালের নথুল্লাবাদ এবং বাবুগঞ্জের রামপট্টিতে দু’দফা হামলায় ইজিবাইক চালক জাকির গাজী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি জামাল মাঝি (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৯ মে) বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ ইছাকাঠী প্রধান সড়কে কর্ণেল নূর হোসেনের বাবুর বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই আসামিকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। তবে মামলার এজাহারভুক্ত কামাল মাঝি ও তার ভাই ফিরোজ মাঝি পলাতক রয়েছে।
গ্রেফতারকৃত আসামি জামাল মাঝি ভোলা জেলার শশিভূষণ থানার করিমপুর গ্রামের মৃত লতিফ মাঝির ছেলে। আজ রোববার (১০ মে) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) এসএম জাহিদ বিন আলম জানান, ‘গত ৮ মে বেলা ১২টার দিকে ইজিবাইকের সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে জাকির গাজীকে অভিযুক্ত জাকিরসহ তিনভাই মিলে নির্মম ভাবে পিটিয়ে আহত করে।
বাবুগঞ্জের রামপট্টি ও বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ফিশারী রোডের সামনে দুই দফা হামলায় আহত জাকির গাজীকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের ভাই আমির হোসেন গাজী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে ঘটনার এক দিনের মাথায় গ্রেফতার করা এজাহারভুক্ত আসামি জামাল মাঝি।