সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
লকডাউনের কারনে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃ ও বর্হিবিভাগের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে করোনা সংক্রামন এড়াতে বহির্বিভাগে কার্যক্রম সীমিত করে জরুরী বিভাগে স্থানান্তর করা হয়েছে|
জানা গেছে, ওই স্বাস্থ্য কম্পলেক্সের এক সিনিয়র স্টাফ নার্স (৪৫) অনেকটা কৌতুহলবশত গত ৪ মে কর্তৃপক্ষের মাধ্যমে তার নমুনা পরীক্ষার জন্য বরিশাল প্রেরন করেন। বুধবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়্যিদ আমরুল্লাহ দাবি করেন, এই খবর রোগীদের মধ্যে ছড়িয়ে পরলে আতঙ্কিত হয়ে আন্তঃওয়ার্ডে চিকিৎসাধীন রোগীরা পালিয়ে যায়। বুধবার এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এখন আন্তঃওয়ার্ড রোগী শূন্য। স্বাস্থ্য কমপ্লেক্সে মোট শয্যা সংখ্যা ৫০টি।
তবে রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থায় জরুরী বিভাগ খোলা রাখা হয়েছে। সেখানে বর্হিবিভাগের কার্যক্রম সীমিত আকারে চালু রাখা হয়েছে।
এদিকে সাথে আক্রান্ত ওই নার্সের বাসার আশপাশের ২৫টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।