শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন অধিকাংশ চালকই চলন্ত বাসে ধূমপান করে থাকে, আপনি তা জানেন না।” ….চালক, ঢাকাগামী ইউনিক পরিবহন বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্কতা সংকেত বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের পেছনে বৃক্ষরোপণ করা হয় বরগুনার পাথরঘাটায় লজিক প্রকল্পের যুব সমন্বয় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রীষ্মকালীল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা দীর্ঘ ১১ ঘন্টা সমুদ্রে লড়াই করে কিনারে ফিরলেন ১০ জেলে
পিরোজপুরে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল যুব রেড ক্রিসেন্ট

পিরোজপুরে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল যুব রেড ক্রিসেন্ট

Sharing is caring!

পিরোজপুরে অসহায় ও শ্রমিক অভাবে থাকা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো যুব রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিট।বৃহষ্পতিবার দিনব্যাপী পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকায় সন্তোষ ডাকুয়া নামের এক কৃষকের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে যুব রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ।

এ সময় ইউনিটের যুবপ্রধান শুভদ্বীপ শিকদার শুভ, উপ-যুবপ্রধান মোঃ আব্দুল কাইউম, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান তানভীর খান, প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান পলাশ মিস্ত্রি, বন্ধুত্ব বিভাগের বিভাগীয় প্রধান সিফাতুল্লাহ রানা, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় উপ-প্রধান জুবায়ের ইসলাম সোহাগ, ক্রীড়া ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আছমা আক্তার, প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় উপ-প্রধান সুমাইয়া আক্তার তন্নী, স্বেচ্ছাসেবক জুলকার নাইম তীব্র, অলিউল্লাহ, প্রিতম মন্ডল, আরমান ও সাদিয়া জাহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

কৃষক সন্তোষ ডাকুয়া বলেন, আমি সত্যি আশা করি নাই যুব রেড ক্রিসেন্ট কে বললে তারা এমন ভাবে কাজ করে দেবে। আজ রেড ক্রিসেন্টের লোকজন না থাকলে আমার মাঠের পাকা ধান গুলো নষ্ট হয়ে যেতো বৃষ্টির পানিতে। তাদের সহযোগীতায় আজ ধান গুলো ঘরে তুলতে পেরেছি।

ইউনিটের যুবপ্রধান শুভদ্বীপ শিকদার শুভ জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের নির্দেশনায় ও নিজ উদ্যোগে আমরা এ কাজ করেছি। এছাড়াও কৃষক সন্তোষ ডাকুয়া আমাদের কাছে এসে ধান কাটার জন্য শ্রমিকের কথা বললে আমরা নিজেরাই উদ্যোগী হয়ে তাকে সহায়তা করেছি।

ইউনিটের ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ বলেন, সরকার ও জাতীয় সদর দপ্তরের নির্দেশনা অনুসারে রেড ক্রিসেন্ট শুধু একটি দৃষ্টান্ত স্থাপন করেছে মাত্র। এলাকা ভিত্তিক প্রতিটি স্বেচ্ছাসেবী সংগঠন বর্তমান সংকট কালিন সময়ে এভাবে যদি এগিয়ে আসে তাহলে শ্রমিক সংকটে কৃষকের ধান মাঠে পড়ে থাকবে না।

ইউনিটের সেক্রেটারী এ্যাড. শাহ আলম বলেন, ইউনিটের যুব সদস্যরা হঠাৎ করেই নিজ উদ্যোগ নিয়েছে আমার অনেক ভালো লেগেছে।আমি ইউনিটের সেক্রেটারী হিসেবে ওদের পাশে ছিলাম, আছি থাকবো। আর মানুষের বিপদের সময়ে রেড ক্রিসেন্ট সব সময়ই কাজ করেছে। মানুষের বিপদের দিনে তাদের সহায়তায় আমি তাদের ধন্যবাদ জানাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD