শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
৮ দফা দাবিতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন ট্রলারে পৌছাতে দেরি করায় ৩ জেলেকে মারধর, ১ জনের মৃত্যু মুদি শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য রিয়াজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আ‌মে‌রিকার সিটিজেন’র বাসায় ডাকা‌তি ও গণধর্ষনের ঘটনায় গ্রেফতার-৩ কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন কলাপাড়ায় বিরল প্রজাতির সজারু উদ্ধার/ চিকিৎসা চলছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) আত্মজীবনী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কলাপাড়ার ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জেলে পরিবারকে ত্রান সহায়তা প্রদান কলাপাড়ায় ছাত্র অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হিজলা উপজেলা বিএনপির র‍্যালী অনুষ্ঠিত বাউফলে পৃথক ভাবে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন কলাপাড়ায় লামিয়া হত্যা মামলা থেকে নিরিহদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালী জমির বায়না টাকা নিয়ে বিপাকে পড়ে কুয়াকাটায় ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন কুয়াকাটায় জেলের জালে ১৫ কেজির পাঙ্গাস
বরিশালে রাস্তা অবরোধ করে ত্রানের দাবীতে বিক্ষোভ (ভিডিও সহ)

বরিশালে রাস্তা অবরোধ করে ত্রানের দাবীতে বিক্ষোভ (ভিডিও সহ)

Sharing is caring!

বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ ত্রানের দাবীতে সড়কে অবস্থান নিয়ে দ্বিতীয়বারের মতো বিক্ষোভ করেছে। পুলিশ ও প্রশাসনের ত্রান দেয়ার আশ্বাসে ঘন্টাখানেক পর বিক্ষোভ প্রত্যাহার করে বাড়ি ফিরে যায় তারা। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সাথে যোগাযোগ করা যায়নি, তবে তার ঘনিস্ট সূত্র জানায়, সেখানে ১ হাজার ৯শ’ পরিবারকে ইতিমধ্যে ত্রান দেয়া হয়েছে। এরপরও একটি চক্র অস্থিতিশীল পরিস্থিতি সৃস্টির জন্য কিছু লোককে উস্কানী দিয়ে আন্দোলন করাচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ার সাধুর বটতলা এলাকার লাকুটিয়া সড়কে অবস্থান নেয় ত্রান বঞ্চিত স্থানীয় শতাধিক বাসিন্দা।

তারা জানান, এর আগে ত্রানের দাবীতে তারা বিক্ষোভ করেছিলেন। তখন ত্রান পাইয়ে দেয়ার আশ্বাস দেয়া হয়েছিলো। কিন্তু তারপরও তারা আজ পর্যন্ত ত্রান পাননি।

তারা আরও জানান, লকডাউনের কারনে তারা কোন কাজকর্ম করতে পারছেন না। ঘরের খাবারও শেষ হয়ে গেছে। এ অবস্থায় বাধ্য হয়ে আবারও ত্রানের দাবীতে সড়কে নেমেছেন তারা।

এবারও প্রশাসন ত্রান পাইয়ে দেয়ার আশ্বাস দেয়ায় ঘন্টাখানেক পরে সড়ক থেকে বাড়ি ফিরে যান তারা।

এ ব্যাপারে স্থানীয় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাসের সাথে যোগাযোগের চেস্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তার ঘনিস্টজনরা জানিয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে এ পর্যন্ত ১ হাজার ৯শ’ পরিবারকে ত্রান দেয়া হয়েছে। পর্যায়ক্রমে কর্মহীন নি¤œ আয়ের অন্যান্য মানুষকে ত্রান দেয়া হবে।

বর্তমানে ওই এলাকার ত্রানের বিষয়টি ইস্যু করে অস্থিতিশীল পরিবেশ সৃস্টির জন্য একটি মহল পায়তারা চালাচ্ছে বলে দাবী করেছেন কাউন্সিলরের ঘনিস্টজনরা।

জানা গেছে, বরিশাল সিটি করপোরেশন নগরীর ৩০টি ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত নিম্ন আয়ের ৪৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও খাদ্য সহায়তা দেয়ার কথা জানানো হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD