বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর লোহালিয়ায় বাজার ইজারা নিয়ে দুগ্রুপের সংঘর্ষে চাঞ্চল্য কর হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার কুয়াকাটায় এক কোরাল মাছ ২৬ হাজার টাকায় বিক্রি চাকরিতে বহাল ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে বরিশালে স্মারকলিপি বরিশাল মহানগর জাতীয়তাবাদী ঘাট শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন ভোট দিয়ে বেহেশত পাওয়া গেলে, আমি নির্বাচন না করে বেহেশতে যেতে চাই” ,,,,,,,,,এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শতাধিক আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান বরিশালে সংবাদ সম্মেলনের পরে ভুক্তভুগীর বাড়িতে মিছলসহ হামলা, বিএনপির নেতার বিরুদ্ধে অভিযোগ ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কলাপাড়া যুবদলের র‍্যালী ও যুব সমাবেশ চরমোন্তাজের মোজাম্মেল মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা: গলাচিপায় সংবাদ সম্মেলন আনন্দঘন পরিবেশে আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজার গণসংযোগে এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল গাফফার তালুকদারের রূহের মাগফিরাতের জন্য দোয়া রিটানিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসন ও প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করতে পারবে………..নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বরিশালে বিএনপি নেতার চাঁদা দাবি ও হুমকি মহিপুরে স্ত্রী’র স্বীকৃতির দাবিতে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীর অনশন
বরিশালে রাস্তা অবরোধ করে ত্রানের দাবীতে বিক্ষোভ (ভিডিও সহ)

বরিশালে রাস্তা অবরোধ করে ত্রানের দাবীতে বিক্ষোভ (ভিডিও সহ)

Sharing is caring!

বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ ত্রানের দাবীতে সড়কে অবস্থান নিয়ে দ্বিতীয়বারের মতো বিক্ষোভ করেছে। পুলিশ ও প্রশাসনের ত্রান দেয়ার আশ্বাসে ঘন্টাখানেক পর বিক্ষোভ প্রত্যাহার করে বাড়ি ফিরে যায় তারা। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সাথে যোগাযোগ করা যায়নি, তবে তার ঘনিস্ট সূত্র জানায়, সেখানে ১ হাজার ৯শ’ পরিবারকে ইতিমধ্যে ত্রান দেয়া হয়েছে। এরপরও একটি চক্র অস্থিতিশীল পরিস্থিতি সৃস্টির জন্য কিছু লোককে উস্কানী দিয়ে আন্দোলন করাচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ার সাধুর বটতলা এলাকার লাকুটিয়া সড়কে অবস্থান নেয় ত্রান বঞ্চিত স্থানীয় শতাধিক বাসিন্দা।

তারা জানান, এর আগে ত্রানের দাবীতে তারা বিক্ষোভ করেছিলেন। তখন ত্রান পাইয়ে দেয়ার আশ্বাস দেয়া হয়েছিলো। কিন্তু তারপরও তারা আজ পর্যন্ত ত্রান পাননি।

তারা আরও জানান, লকডাউনের কারনে তারা কোন কাজকর্ম করতে পারছেন না। ঘরের খাবারও শেষ হয়ে গেছে। এ অবস্থায় বাধ্য হয়ে আবারও ত্রানের দাবীতে সড়কে নেমেছেন তারা।

এবারও প্রশাসন ত্রান পাইয়ে দেয়ার আশ্বাস দেয়ায় ঘন্টাখানেক পরে সড়ক থেকে বাড়ি ফিরে যান তারা।

এ ব্যাপারে স্থানীয় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাসের সাথে যোগাযোগের চেস্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তার ঘনিস্টজনরা জানিয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে এ পর্যন্ত ১ হাজার ৯শ’ পরিবারকে ত্রান দেয়া হয়েছে। পর্যায়ক্রমে কর্মহীন নি¤œ আয়ের অন্যান্য মানুষকে ত্রান দেয়া হবে।

বর্তমানে ওই এলাকার ত্রানের বিষয়টি ইস্যু করে অস্থিতিশীল পরিবেশ সৃস্টির জন্য একটি মহল পায়তারা চালাচ্ছে বলে দাবী করেছেন কাউন্সিলরের ঘনিস্টজনরা।

জানা গেছে, বরিশাল সিটি করপোরেশন নগরীর ৩০টি ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত নিম্ন আয়ের ৪৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও খাদ্য সহায়তা দেয়ার কথা জানানো হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD