সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
বরিশালে করোনার সংক্রামন এড়াতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ দোকানিকে ২৮ হাজার ৫০০ টাকা জরিমান ও ১টি দোকান সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সকাল ১০টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃতত্বে নগরীর বিভিন্ন সড়কে এই অভিযান শুরু করা হয়। একে একে নগরীর কাউনিয়া, চৌমাথা, নথুল্লাবাদ এবং কাঠপট্টি ও আশপাশ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় অপ্রয়োজীনয় দোকান লকডাউনের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে খোল রাখায় এবং দোকানে অপ্রয়োজনে বসে আড্ডা দেয়ায় এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় ভ্রাম্যমান আদালত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করেন।
একটি দোকানের মালিক ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় এবং মুঠোফোনে যোগাযোগ করার পরও উপস্থিত না হওয়ায় ওই দোকানটি সিলগালা করে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা জানান, যেকোন মূল্যে করোনা প্রতিরোধে এবং সংক্রামন এড়াতে সরকারের চেষ্টার অংশ হিসাবে এই অভিযান অব্যহত থাকবে।