শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় থেমে নেই বরিশাল সদর আসনের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অন.) জাহিদ ফারুক শামীম।
করোনা ভাইরাস থেকে সাধারণ জনগণকে সুরক্ষায় তিনি একের পর এক উদ্যোগ নিচ্ছেন। তার হয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তার অনুসারী আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ দলীয় নেতা-কর্মীরা।
এরই অংশ হিসেবে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এর পক্ষ থেকে বরিশাল সিটি ও সদর উপজেলায় করোনাভাইরাসের ভয়াবহতা, কিভাবে ছড়ায় এবং এ থেকে প্রতিকার পেতে করোনীয় বিভিন্ন তথ্য সম্বলিত সাইনবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়েছে।
বরিশাল মহানগর আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক মাহমুদুল হক খান মামুনের উপস্থিতিতে বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আবদুল্লাহ জিন্না ঘুরে ঘুরে নিজ হাতে ব্যানারগুলো লাগিয়েছেন।
জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আবদুল্লাহ জিন্না জানান, মাননীয় প্রতিমন্ত্রীর উদ্যোগে বিলবোর্ড, সাইনবোর্ড ও ব্যানার স্থাপন করছেন তারা। শুক্রবার জুমা নামাজের পরে নগরীর ৩০টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১০টি ইউনিয়নে ৫০টি সাইনবোর্ড, বিলবোর্ড ও ব্যানার লাগানো হয়েছে।
এরমধ্যে মন্ত্রীর নির্বাচনী এলাকা সদর উপজেলার ১০টি ইউনিয়নে জনগুরুত্বপূর্ণ এলাকায় দুটি করে সাইনবোর্ড, বিলবোর্ড ও ব্যানার লাগানো হয়েছে।
এসময় সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, মহানগর ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ বরিশাল নগর ও উপজেলার ১০টি ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, শুরু থেকেই প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের উদ্যোগে বরিশাল নগরের ত্রিশটি ওয়ার্ড ও সদর উপজেলার ১০টি ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করার লক্ষে মাইকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
এসময় সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে থাকার আহবান জানিয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন রোধ সম্পর্কে সাধারণ জনগনকে অবহিত করা হচ্ছে।
এছাড়াও করোনা ভাইরাস থেকে জনগণকে সুরক্ষা করার লক্ষে হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী বিতরণ করেন তিনি। জনগণের পাশাপাশি পুলিশ প্রশাসন ও বরিশালে কর্মরত বিভিন্ন সাংবাদিকদের নিজেদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন তিনি।