শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
দ্রব্যমূলের তালিকা না থাকায় এবং অতিরিক্ত দামে বিক্রি করায় বরিশালে ৩ টি চালের আড়তে অভিযান চালিয়ে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামন আদালত।
আজ বেলা সাড়ে ১১টায় নগরীর ফরিয়া পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
করোনার কারনে বাজার উর্ধগতি হওয়ায় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় দোকানে দ্রব্যমূল্যের পুরাতন তালিকা টানিয়ে এবং অতিরিক্ত দাম নেয়ায় আড়ৎদার সিমেলিত বানিজ্য ভান্ডারকে ২৫ হাজার, প্রতিমা এন্টারপ্রাইজকে ৩০ হাজার এবং খুচরা ব্যবসায়ী ভাই ভাই স্টোরকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।