শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত, এদের মধ্যে দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েেছ।
আজ দুপুর দুইটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-ভোলা সড়কে ঘটে এই ঘটনা।
আহত শিক্ষার্থীরা হলেন, পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চতুর্থ বর্ষের ইউসুফ সিকদার, একই বিভাগ ও বর্ষের জিএম ফাহাদ এবং জিওলজি বিভাগের ৩য় বর্ষের মোঃ নাওয়ার। এদের মধ্যে ইউসুফ ও ফাহাদকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত নাওয়ার জানান, বিশ্ববিদ্যালয় থেকে একটি অটোরিক্সায় চরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্নকাঠির দিকে যাচ্ছিলো। এসময় পিছন থেকে আসা একটি মিনি ট্রাক ধাক্কা দিলে এই তিনজন আহত হয়।
নাওয়ার জানান, তার অবস্থা ভালো তবে বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।