বরিশাল নগরীর সরকারী সৈয়দ হাতেমআলী কলেজের সম্মুখে এলিট পেইন্টের অন্যতম ডিলার নান্না হার্ডওয়্যারের সৌজন্যে বরিশালের রং মিস্ত্রিদের নিয়ে মিলনমেলা অনুস্ঠিত হয়েছে।
শুক্রবার মাগরিব বাদ এ অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন এলিট পেইন্টের বরিশাল ডিপো ম্যানেজার পারভেজ আহমেদ। বরিশালের প্রায় শতাধিক রং মিস্ত্রিদের নিয়ে এ আয়োজন করা হয়।
উক্ত মিলন মেলার আয়োজক নান্না হার্ডওয়্যারের স্বত্বাধিকারী জনাব শামসুল আলম নান্না খান জানান প্রতিবছরের ন্যায় এবারও তাদেরকে নিয়ে এ উৎসবের আয়োজন করেছি।
এ মিলনমেলায় উৎসব মুখর পরিবেশে মিস্ত্রীদের মাঝে খাবার বিতরন এবং উপহার সামগ্রী বিতরন করা হয়।
অনুষ্ঠানে অংশ নেয়া সি এন্ড বি রোড নিবাসী রং মিস্ত্রী লোকমান হোসেন জানান প্রতিবছরে এই দিনটার অপেক্ষায় থাকি, সত্যিই অনেক ভালো লাগে এই দিনে সবাই একই পেশার লোক একসাথে হতে পারি। এ সময়ে তিনি অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান এতো সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন করার জন্য।
অনুষ্ঠানের আয়োজনে সার্বিক সহোযোগীতা প্রদান করে এলিট পেইন্ট বরিশাল ডিপোর বিভিন্ন ব্যক্তিবর্গ।