শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে বিভাগীয় শহর বরিশালে জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও পাট অধিদপ্তরের সহযোগীতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হরি দাশ শিকারী, বরিশাল বিভাগীয় (বীজ বিপণন),বিএডিসি, যুগ্ম পরিচালক ড.এ কে এম মিজানুর রহমান,বরিশাল পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মোঃ নওশের আজাদ।
এর পূর্বে সকাল সাড়ে ৯ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় পাট দিবস কর্মসূচির উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান সহ বিভিন্ন কর্মকর্তা ও মুক্তিযুদ্ধা সদস্য গণ।
পরে টাউন হল চত্বর থেকে এক বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে শেষ হয়।