শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
ভারতের দিল্লিতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বরিশালে ওলামা মাশায়েখ পরিষদের উদোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমায় নগরীর গীর্জামহল্লা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি কাকলীর মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। বরিশাল ওলামা মাশায়েখ পরিষদের আহবায়ক মাওলানা ইউসুফ গাজি সমাবেশে সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের দিল্লিতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিশ্ববাসীকে সোচ্চার হয়ে জালিমের কণ্ঠ রোধ করতে হবে। তারা নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করে তাকে বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা করেন।