শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
সড়ক ও মহাসড়কে বাস চলাচলরত সকল রাস্তায় অবৈধ নসিমন, করিমন, থ্রি-হুইলার, ভাড়ায় চালিত মটর সাইকেল, বিভিন্ন নামধারী অবৈধ বাস-কোচ ও সরকারী নিয়ম বহির্ভুত অবৈধ বিআরটিসি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় নগরীর রুপাতলী বাসস্টান্ডে দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন চলাকালিন একঘন্টা সকল প্রকার বাস চলাচল বন্ধ রাখা হয়।
দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদের সভাপতি কাওছার হোসেন শিপনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সবুজ খান, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ।
এসময় বক্তারা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেয় তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
ভিডিও দেখতে ক্লিক করুন:
https://crimeseen24.com/news-video/অবৈধ-নসিমন-বন্ধের-দাবীতে/