শনিবার, ১০ মে ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
বছরের শুরুতেই বরিশালে বেড়েছে বিভিন্ন অপরাধ। এ সকল অপরাধের মধ্যে খুন, সিঁদেল চুরি, চুরি, নারী নির্যাতন, মাদকদ্রব্য, দ্রুত বিচার, শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধেরসংখ্যা বেড়েছে। বরিশাল জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রকাশ পায় এমন তথ্য। এই সকল অপরাধ প্রতিনিয়ত ঘটলেও বছরের শুরুতে এ সকল অপরাধ বৃদ্ধির ফলে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক।
বরিশাল মেট্রোপলিটন এলাকায় অপরাধের পরিসংখ্যান অনুসারে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে দস্যুতা হয়েছে ১ টি, খুন ২টি, সিঁদেল চুরি ৭টি, চুরি ১৫ টি, নারী নির্যাতন ৮টি, অস্ত্র আইন ১ টি, মাদক দ্রব্য ১০৬ টি, দ্রুত বিচার ২ টি, শিশু নির্যাতন ৫টি এবং অন্যান্য অপরাধ ৪০ টি। বরিশাল মেট্রোপলিটন এলাকায় অপরাধের পরিসংখ্যান অনুসারে চলতি বছরের জানুয়ারি মাসে মোট অপরাধের সংখ্যা ১৮৭ টি।
আবার বরিশাল মেট্রোপলিটন এলাকায় অপরাধের পরিসংখ্যান অনুসারে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে দস্যুতা হয়েছে ১ টি, খুন ১টি, সিঁদেল চুরি ৪ টি, চুরি ৬টি, নারী নির্যাতন ৬টি, অস্ত্র আইন ১টি, মাদকদ্রব্য ৯৩ টি, শিশু নির্যাতন ১টি এবং অন্যান্য অপরাধ ৩৮ টি। বরিশাল মেট্রোপলিটন এলাকায় অপরাধের পরিসংখ্যান অনুসারে গত বছরের ডিসেম্বর মাসে মোট অপরাধের সংখ্যা ১৫১ টি। মাত্র ১ মাসের ব্যবধানে বরিশাল মেট্রোপলিটন এলাকায় অপরাধের পরিসংখ্যান অনুসারে অপরাধ বেড়েছে ৩৬ টি। এছাড়া গত বছরের জানুয়ারি মাসে মোট অপরাধের সংখ্যা ছিল ১৬৬ টি।
অপরদিকে বরিশাল জেলায় অপরাধের পরিসংখ্যান অনুসারে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে খুন হয়েছে ২টি, সিঁদেল চুরি ২টি, চুরি ৪ টি, নারী নির্যাতন ২১ টি, মাদকদ্রব্য ৫৮ টি, শিশু নির্যাতন ৩ টি এবং অন্যান্য অপরাধ ৭০ টি। বরিশাল জেলায় অপরাধের পরিসংখ্যান অনুসারে চলতি বছরের জানুয়ারি মাসে মোট অপরাধের সংখ্যা ১৬০ টি।
আবার বরিশাল জেলায় অপরাধের পরিসংখ্যান অনুসারে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে ডাকাতি হয়েছে ১ টি, দস্যুতা হয়েছে ১টি, খুন ৪ টি, চুরি ২টি, নারী নির্যাতন ১৮ টি, অস্ত্র আইন ২টি, মাদক দ্রব্য ৫১ টি বিস্ফোরক দ্রব্য ২ টি, দ্রুত বিচার ১টি এবং অন্যান্য অপরাধ ৭০ টি। বরিশাল জেলায় অপরাধের পরিসংখ্যান অনুসারে গত বছরের ডিসেম্বর মাসে মোট অপরাধের সংখ্যা ১৫৫ টি। মাত্র ১ মাসের ব্যবধানে বরিশাল জেলায় অপরাধের পরিসংখ্যান অনুসারে অপরাধ বেড়েছে ৫ টি। এছাড়া গত বছরের জানুয়ারি মাসে মোট অপরাধের সংখ্যা ছিল ১৫৩ টি।
বরিশাল আইনশৃঙ্খলা কমিটির সভায় বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকার একত্রে অপরাধের পরিসংখ্যান অনুসারে জানা যায়, বছরের শুরুতে জানুয়ারি মাসে দস্যুতা হয়েছে ১টি, খুন ৪ টি, সিঁদেল চুরি ৯ টি, চুরি ১৯ টি, নারী নির্যাতন ২৯টি, অস্ত্র আইন ১ টি, মাদক দ্রব্য ১৬৪ টি, দ্রুত বিচার ২টি, শিশু নির্যাতন ৮ টি এবং অন্যান্য অপরাধ ১১০ টি। বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় অপরাধের পরিসংখ্যান অনুসারে মোট অপরাধের সংখ্যা ৩৪৭ টি। অপরদিকে গত ২০১৯ সালের ডিসেম্বর মাসে বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় অপরাধের পরিসংখ্যান অনুসারে মোট অপরাধের সংখ্যা ছিল ৩০৬ টি।
এছাড়া গত ২০১৯ সালের জানুয়ারি মাসে বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় অপরাধের পরিসংখ্যান অনুসারে মোট অপরাধের সংখ্যা ছিল ৩১৯ টি। এদিকে বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় অপরাধের পরিসংখ্যান অনুসারে আরও জানা যায়, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি- মাত্র ১ মাসের ব্যবধানে খুন বেড়েছে ১ টি, সিঁদেল চুরি বেড়েছে ৫ টি, চুরি বেড়েছে ১১ টি, নারী নির্যাতন বেড়েছে ৫ টি, মাদকদ্রব্য বেড়েছে ২০ টি, দ্রুত বিচার বেড়েছে ২ টি, শিশু নির্যাতন বেড়েছে ৪ টি এবং অন্যান্য অপরাধ বেড়েছে ২ টি। আর মাত্র এক মাসের ব্যবধানে মোট অপরাধ বেড়ে গেছে ৪১ টি।
জানতে চাইলে বরিশালের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম ফোনে এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে বলেন, না দেখে এ ব্যাপারে কোন বক্তব্য দিতে পারবেন না এবং প্রতিবেদককে অফিসে আসার অনুরোধ করেন।
এ সম্পর্কে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, আমরা সব সময়ই অপরাধ নিয়ন্ত্রণে আনার জন্য তৎপর। আশা করছি অতিদ্রুত বরিশাল মেট্রোপলিটন এলাকায় অপরাধ সংখ্যা কমে আসবে।
সুত্র : হ্যালো বরিশাল