শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহিদ দিবসের দিনে বরিশাল নগরীর উচ্চ স্বরে বাজানো হচ্ছে হিন্দি গান। এক পর্যায়ে ৯৯৯ এ কল করে বন্ধ করা হলো এই আয়োজন।
শুক্রবার দুপুর তিনটার দিকে নগরীর প্যারারা রোডের উকিল বাড়িতে এই ঘটনা ঘটে।
প্যারারা রোড এলাকার বাসিন্দা মাসুদুর রহমান জানান, শোক গাথা এমন দিনে শহিদ দিবস পালনের নামে শহিদ মিনার বানিয়ে তার সামনে বাজানো হচ্ছে হিন্দি ও ডিজে গান। বৃহস্পতিবার রাত থেকেই তারা এমনটা করছে। এই এলাকার গন্যমান্য লোকজন তাদেরকে বিষয়টি বারণ করলেও শুণেনি। এক পর্যায়ে ৯৯৯ এর স্মরণাপন্ন হতে হয়। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে কোতয়ালী মডেল থানা পুলিশ উপস্থিত হয় এবং সকলকে সতর্ক করে যান যাতে কেউ ভাষার মাসে হিন্দি বা ডিজে গান না বাজানো হয়।