শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
বরিশালে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহনে যুব সমাবেশ অনুষ্ঠিত।
আজ সকাল সাড়ে ১০ টায় বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে, প্রতীকী যুব সংসদ এর আয়োজন করে।
দিনব্যাপি নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতীকী যুব সংসদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, সমাজসেবা অফিসার রেজিস্ট্রেশন ইসমত আরা, জেলা ব্রাক সমন্বয়কারী রিপন চন্দ্র মন্ডল, প্রতীকী যুব সংসদ এর ভাইস-চেয়ারম্যান শাকিলা ইসলামসহ অন্যরা।