শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে বরিশাল তিন হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে নগরীর মাওলানা এনয়াতেুর রহমান সড়কের তিন হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য ও পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট এবং বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পলি আফরোজ।
অভিযানে একই কারণে ওই সড়কের হাজী বিরিয়ানী, ঘরোয়া রেস্তোরা এবং আপ্যায়ন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের এই অভিযানে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন ৮ এর একটি টিম উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক।