বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ৪ জন রোগীর দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান।
বরিশাল নগরের বাটার গলি এলাকায় অভিযান চালিয়ে ৪ রোগীর দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতাউর রাব্বীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, নগরীতে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করার অভিযোগে ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘন করার দায়ে ৩ জনকে ১ মাসের এবং ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক।
অভিযানে সহযোগিতায় ছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম।