বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
আজ পহেলা ফাগুন, একই সাথে ভালোবাসা দিবস। দুটি দিবস একই দিনে হওয়াতে বরিশালে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি।
সকাল থেকে রাত অবধি নানা অনুষ্ঠান থাকছে আজকের দিনে।
বরিশাল সরকারী মহিলা কলেজে প্রতিবারের মত এবারো সকাল দশটায় বকুলতলার আলোকায়ন মঞ্চে উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে।
দিনভর এই অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা বাসন্তীরঙের শাড়ী আর খোপায় বাহারি ফুল গুজে বর্ণিল সাজে সেজেছে।
কোকিলের কুহুতান আর বাহারি ফুলের সমাহার বলে দিচ্ছে সত্যিই ঋতুরাজ বসন্ত এসেছে। তাই তারা আজ উপভোগ করছেন বসন্তের আগমনী বার্তা।
অপরদিকে জেলা প্রশাসনের আয়োজনে বিকেলে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে শিল্পকলা একাডেমি এবং জগদীশ স্বারসত বালিকা বিদ্যালয় মাঠে উদিচী তিন দিনের বসন্ত উৎসবের আয়োজন করেছে।