শনিবার, ১০ মে ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
বরিশালে ১০ বছরের শিশুকণ্যাকে ধর্ষনের দায়ে এক ব্যক্তিতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার আসামীর উপস্থিতে এ রায় ঘোষনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ।
দন্ডিত শাজাহান রাঢ়ী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব ইয়ারবেগ গ্রামের মৃত সৈয়দ জামান রাঢ়ীর ছেলে।
মামলা সূত্রে জানাগেছে, ২০১০ সালের ৩ মার্চ ভিকটিম ১০ শিশু কণ্যা শুকনো কাপর-চোপর আনতে বাড়ির পাশের মাঠে যায়। এসময় দণ্ডপ্রাপ্ত শাজাহান রাঢ়ী তাকে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
যে ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে একই বছরের ৭ মার্চ একটি মামলা দায়ের করেন।
মেহেন্দিগঞ্জ থানার এসআই আঃ মালেক হাওলাদার একই বছরের ১৫ মে আদালতে চার্জশীট দাখিল করেন।
মামলায় ৬ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক ওই আদেশ দেন।