বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
বরিশালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল শাখা ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে।
শ্রমিক ফ্রন্টের বরিশাল শাখার সহ সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রিয় সভাপতি রাজেকুজ্জামান রতন। প্রধান বক্তা বলেন,ন্যায্য মজুরি ও গনতান্ত্রিক শ্রমিক আইন সহ শ্রমিকেন অধিকার সমূহ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আদায় করতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন ডা: মনিসা চক্রবর্তী ,ইমরান হাবিব রুম্মান সহ অন্যরা।
সমাবেশ শেষে তারা একটি র্যালী নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সভা স্থলে এসে শেষ হয়।