বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
ভোলার গ্যাস বিদেশী কোম্পানিকে তুলতে না দিয়ে দেশি কোম্পানি বাপেক্সকে দিয়ে তুলে বরিশাল বিভাগে গ্যাসভিত্তিক কারখানা নির্মান করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
আজ বেলা ১১ টায় বরিশাল অশ্বিনীকুমার হলের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখা সমাবেশ এবং নগরীতে বিক্ষোভ মিছিল করেছে।
সমাবেশে বক্তারা বলেন, ভোলার গ্যাস অনুসন্ধানকারী দেশি কোম্পানি বাপেক্সকে গ্যাস উত্তোলন করতে না দিয়ে কোন টেন্ডার ছাড়াই সে গ্যাস রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রমের সাথে উত্তোলনের চুক্তি করা হয়। অবিলম্বে সেই চুক্তি বাতিল করে বাপেক্সের মাধ্যমেই অনুসন্ধান ও উত্তোলন করতে হবে। জ্বালনিক্ষেত্রে গণবিরোধী দায়মুক্তি আইন বাতিল করতে হবে এবং ভোলার গ্যাস দিয়ে বরিশাল বিভাগে গ্যাসভিত্তিক কারখানা নির্মাণ করে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব মনীষা চক্রবর্তী সহ অনেকে।