বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
র্যাব-৮ অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ৯৫০ পিস ইয়াবা সহ দুইজনকে আটক করেছে।
র্যাব সূত্রে জানা গেছে নগরীর রূপাতলী এলাকায় দিদার পরিবহনের একটি বাসে তল্লাসী চালিয়ে রাসেল বেপারি নামে এক ব্যক্তির কাছে থাকা একটি বিকল আইপিএস এর মধ্যে থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় রাসেলকে জিজ্ঞাসাবাদকালে ইয়াবার মূল হোতা বায়েজিত মল্লিককে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়। বিকল আইপিএস এ করে ঐ ইয়াবা ভান্ডারিয়ায় বিক্রির জন্য নেয়া হচ্ছিল বলে জানায় র্যাব।
এ ঘটনায় র্যাব-৮’র ডিএডি মো. জিল্লুর রহমান বাদী হয়ে গতকাল শুক্রবার বরিশাল মেট্রোপলিটন এর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।