মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিন বঙ্গোপসাগরে সৃস্ট লঘুচাপের কারনে বরিশাল সহ দক্ষিনাঞ্চলে আজ সকালে থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বেলা বারলেও সূর্যের দেখা মেলেনি। ফলে বিপর্যস্ত হয়ে পরেছে নগরবাসীর জনজীবন। কোথাও কোথাও থেমে থেমে হালকা বৃষ্টিও হয়েছে।
বাতাসের গতিবেগ ঘন্টায় ৪ কিলোমিটার বেগে বইছে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম মিয়া। তিনি জানান, আরো দু-একদিন বৈরী আবহাওয়া বিরাজ করলেও আগামী শুক্রবার নাগাদ আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে।
সকালে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৩.০ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।