রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াকাটা সৈকতে কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার।। বনে অবমুক্ত কলাপাড়ায় স্বর্ন ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্নলংকার সহ টাকা লুট বাউফলে নিখোঁজ হওয়া এক কিশোরীর ৩দিন পর মরদেহ উদ্ধার শ্রমিক দলের প্রধান সমন্নয়ক শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ফের রকেট হামলা

বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ফের রকেট হামলা

Sharing is caring!

রাজধানী বাগদাদের ‘গ্রিন জোন’ হিসেবে পরিচিত সুরক্ষিত এলাকায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে আবারও রকেট হামলা হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেছে কি-না, তা জানা যায়নি এখনও।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে বলে ইরাকি পুলিশ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানায়। এছাড়া রকেট বিস্ফোরিত হওয়ার পরপরই গ্রিন জোনে সতর্কতা সংকেত বেজে ওঠে।

জানা যায়, এই গ্রিন জোনের ভেতরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাস এবং সরকারি ভবন লক্ষ্য করে তিনটি কাত্যুশা রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে দুইটি রকেট এসে পড়ে মার্কিন দূতাবাসের কাছে। এছাড়া এই রকেটগুলো বাগদাদের বাইরের জাফরানিয়া জেলা থেকে লঞ্চ করা হয় বলে ইরাকি পুলিশ সূত্র জানায়।

এদিকে, আমেরিকা সাম্প্রতিক মাসগুলোতে গ্রিন জোনে একই ধরনের হামলার জন্য ইরান সমর্থিত আধা সামরিক বাহিনীকে দায়ী করছে। যদিও এর আগে কখনও দায় স্বীকার করেনি ইরান।

এর আগে গত ৮ জানুয়ারি বাগদাদের এই গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা হয়েছিল। তখন ইরাকের আল আসাদ ও ইরবিলে মার্কিন সেনা ও যৌথবাহিনীর দুটি সেনাঘাঁটি লক্ষ্য করেও হামলা হয়।

বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে মার্কিন ড্রোন হানায় ছিন্নভিন্ন হয়েছিলেন ইরানের শীর্ষ জেনারেল বিখ্যাত সমরবিদ কাসেম সোলেমানি। এরপর থেকেই হুমকি, পাল্টা হুমকিতে ‘যুদ্ধের মনোভাব’ সৃষ্টি হয় দুই দেশের মধ্যে।

ডোনাল্ড ট্রাম্পের দেশকে প্রত্যাঘাতের হুমকি দেয় ইরান। জবাবে তেহরানের শিল্প-সংস্কৃতি ও ঐতিহাসিক ক্ষেতে গুরুত্ব বহন করে এমন ৫২ জায়গা উড়িয়ে দেওয়ার পাল্টা হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এরমধ্যেই বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD