বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মালবাহী নৌযান ডুবির ঘটনা ঘটেছে।
সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ি ঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, হুলারহাট থেকে ঢাকাগামী মর্নিংসান-৯ সহ দুটি লঞ্চ পাশাপাশি চলছিলো। মসজিদবাড়ি ঘাট অতিক্রমের সময় বিপরীত দিক থেকে স্টিলের তৈরি একটি মালবাহী নৌযানের সঙ্গে লঞ্চের ধাক্কা লাগে মর্নিংসান-৯ লঞ্চের। সঙ্গে সঙ্গে ১৪শ বস্তা মুরগির খাবারবোঝাই নৌযানটি ডুবে যায়।
এসময় ডুবে যাওয়া নৌযানটির পেছনে আরো দুটি নৌযান ছিলো। যারা লঞ্চগুলোকে থামিয়ে ডুবে যাওয়া নৌযানে থাকা আরোহীদের উদ্ধার কাজ পরিচালনা করে। যতদূর জানাগেছে ডুবে যাওয়া নৌযানে থাকা ১১ জন আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
এসআই জাহিদ নৌযানটিতে থাকা মুরগির খাবারের মালিক হাবিবুর রহমানের বরাত দিয়ে জানান, মুরগির খাবার নিয়ে নৌযানটি সকালে কুমিল্লার দাউদকান্দি থেকে স্বরূপকাঠির উদ্দেশে রওনা দেয়।
বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের সদস্যরা গিয়েছেন। ঢাকাগামী মর্নিংসান-৯ নামের একটি লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।