বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
পটুয়াখালীর গলাচিপায় ২০০ মণ (আট হাজার কেজি) জাটকা ইলিশ জব্দসহ ১২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জুবায়ের (২৮), রোকন উদ্দিন (৪৪), রাইছুল (১৯), দুধা হাওলাদার (৩৫), সোহাগ (২৯), মেজবাহ উদ্দিন (৩০), মাহবুব ফরাজি (৩০), জসিম খান (৩৫), বাহাদুর প্যাদা (৩২), খালেক মোল্লা (৪৫), আলি আজগর (৩৭) ও আবুল বাশার (৩৫)।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই লঞ্চঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০০ মণ জাটকা জব্দসহ ১২ মাছ বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অপরাধ স্বীকার করার প্রত্যেককে সাত দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জব্দ করা জাটকাগুলো ২০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।