বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায়র শিহিপাশে গ্রামে অভিযান চালিয়ে ১০৬.৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা।
আটক মোছাঃ শাহানাজ বেগম (৪২) ওই এলাকার মোঃ আলী আকবর শিকদারের স্ত্রী।
এরআগে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মোঃ আলী আকবর শিকদার ও শাহানাজ বেগম দম্পতির বসত বাড়িতে অভিযান চালায়। তাদের বসত ঘরের উত্তর পাশের মাটির গর্ত হতে ৫ টি প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত সর্বমোট ১০৬.৩ কেজি গাঁজা এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার করে।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আনোয়ারুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।